অর্থ
নাঈম হোসেন।
রংমেলার এই পৃথিবীতে আপন কেহ নাই।
অর্থের কাছে বিক্রি সবাই,
অসহায়, গরীব জ্ঞানীদের মূল্যায়ন নাই।
পকেট ভর্তি টাকা যার, যশঃকীর্তন তার পাই।
অর্থের পিছু সবাই ছুটে।
গরীবের ধন সবাই লুটে।
ধনকুবের না হলে বউয়ের কাছেও ভালোবাসা নাই।
ধনকষ্টে আছে যে তার দুঃখের শেষ নাই।
ঐশ্বর্য দেখে আশিত্তোর বৃদ্ধকেও ষোলো বছরের কিশোরী বিয়ে করে।
টাকা না থাকলে পকেটে ভালোবাসার বউও যায় ছেড়ে।
মানুষ সবাই টাকা ছাড়া বুঝেনাতো কিছু।
ন্যায় - অন্যায় ভুলে তাই ছুটছে অর্থের পিছু।
অর্থশূন্য মানুষগুলোর আপন হয়না কেউ।
মুখে তাদের হাসি থাকে হৃদয় কষ্টের ঢেউ।
অপরাধ না করলেও সবাই দেয় তার দোষ।
অর্থ না থাকায় সবার চোখের সে রোষ।
অর্থ মোহে বিবেকহীন হয়ে করে কত কলুষ।
কত দর্প করে চলে থাকেনা কোন হুঁশ।
ধনহীনরা খেতে পায়না বিত্তবানরা করে ধনক্ষয়।
ফূর্তিতে ডগমগ করে, থাকে নারী ও মদের নেশায়।
অর্থের জন্য মানুষ কত কাজ করে নানা পেশায়।
ধনী-গরীব, উঁচু-নিচু অর্থই পরিচয়।
অর্থ থাকলে গণ্ডমূর্খরাও পায় কত সম্মান।
অর্থহীন হলে সমাজের পদেপদে পায় অপমান।
এমন অঢেল অর্থ আমি চাইনা যার জন্য মানুষে মানুষে হয় ব্যবধান।
শুধু দুমুঠো ভাত চাই, সমাজে চাই সবার সম্মান।
গুণীজনদের সমাজে চাই কদর।
আমীর - ফকির মিলেমিশে থাকব অভেদ বন্ধনে করব ন্যায়ের সমর।
সমাপ্ত।।
রচনাকালঃ ১০ জুলাই ২০২২ ইং রবিবার।