কবিতা জীবন বন্দনা লেখক নাঈম হোসেন

কবিতা পোস্ট নং -আট

 জীবন বন্দনা 

নাঈম হোসেন 

আমার মত, এত কষ্টের জীবন ,
প্রভু হয়না কারো যেন আর ! 
আজন্মই আমি কেঁদেছি ,  
কষ্টের জীবন করতেছি পার৷

নিষ্পাপ ছিলাম,কোন অপরাধ করিনি।
তবু পৃথিবীতে এসে আমি দেখিনি ,
মাতা -পিতার মুখ ৷
দাদীর কোলে পেলাম আমি মমতা, মায়ের সুখ ৷ 

ছাগীর দুধ আর ভাতের মাড়, 
এই ছিলো আমার শৈশবের আহার ৷ 
মাতা- পিতা , ভাই- বোন ও স্বজন , 
নেই কেহ আমার প্রিয়জন ৷ 

আমার মতো এতো অভাগা , 
প্রভু হয়না কেহ যেন আর!
আজন্মই আমি কেঁদেছি , 
কষ্টের জীবন শুধু করিতেছি পার ৷ 

ক্লাস ফাইভে উঠতেই,
আমি হলাম লজিন মাস্টার ৷ 
শিক্ষা জীবনের বাকী ক্লাসগুলো এভাবেই,
আমি করেছি পার ৷ 

চাকরীর বাজারেও নেমে দেখি ,
ক্ষমতার জোর আর ঘুষের পাহাড়  ৷ 
মেধাবিরা সব হয় মেধাহীন ৷ 
দক্ষিণার জোরে চাকরি পায় যারা যোগ্যতাহীন ৷

অবশেষে সিদ্ধান্ত নিলাম,
প্রবাসে জীবন কাটাবার৷
সেখানেও এসে হলাম,
  দালালের হাতে প্রতারণার শিকার ৷ 

আমার মতো এতো অসহ্য জীবন,  
প্রভু হয়না কারো যেন আর ৷ 
আজন্মই আমি কেঁদেছি,
কষ্টের জীবন করতেছি পার৷

        অসমাপ্ত৷৷
রচনাকালঃ ২০ মার্চ ২০০০ইং
বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷ 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা আত্মশুদ্ধির রমজান লেখক নাঈম হোসেন

  আত্মশুদ্ধির রমজান নাঈম হোসেন  রমজান ওগো আত্মশুদ্ধির রমজান! তোমার মধ্যে রয়েছে অফুরন্ত কল‍্যাণ। তারাবীহ, সেহেরি আরও ইফতার। হাজার বছরের র...

most popular post