কবিতা নিষ্ঠুর পৃথিবী লেখক নাঈম হোসেন

নিষ্ঠুর পৃথিবী 

নাঈম হোসেন 

নিষ্ঠুর প‍‍ৃথিবীতে কেউ আপন নয়,
অর্থমোহে মত্ত সবাই পিতা-পুত্রে সংঘর্ষ হয়।
বাবার কাছে কন্যাদেরও নিরাপদ নয়,
জাহেলিয়‍্যাত সমাজ ফের পেয়েছি বোধহয়।

ভাই-বোনকে করছে ধর্ষণ,
আবাল-বৃদ্ধ-বনিতা এখন, কেউ নিরাপদ নয়।
পরকীয়ায় মেতে পুরুষ-নারী,
আপনকে করে পর শত্রুর সঙ্গে দিচ্ছে পাড়ি।

পরকীয়া এখন, মহামারি রুপে করছে ধারণ।
ধর্ম শাস্ত্রে আছে বারণ,
তবু পেটের সন্তান দিয়ে বলি,
প্রেমলীলায় মেতে খেলছে ওরা রক্তের হোলি।

মানুষ সবাই এতো নিষ্ঠুর বলার ভাষা নাই,
অর্থ লোভে ছুটছে সবাই উপকারে নাই।
মুখে আছে কথার যাদু অন্তরেতে বিষ,
প্রতিবেশির ভালো দেখলে মনে শুধু রিষ।

ভালোবাসা নেই এখন আছে শুধু যন্ত্রণা,
প্রেমের নামে যৌনতা হয় অবশেষে বঞ্চনা।
বর্বরতা ছড়িয়ে পড়ছে গোটা সমাজ,
ঘরে- বাইরে যৌনতা হয় নেই কারো লাজ।

বিপদে ডাকলেও কভু দেয়না কেউ সাড়া,
ধনভান্ডার বেশি যার সেই সবার সেরা।
তেলবাজিটা যতবেশি, ততবেশি লাভ,
চামচামিতে নিপুণ যে সবার সাথেই থাকে তার ভাব।

সহজ সরল চলে যেজন,
সত্য বচন বলে সেজন।
কেউ তার হয়না আপন,
মানুষগুলো নিষ্ঠুর বলে একলা হয় তার জীবনযাপন।

পৃথিবীটা নির্দয় নয়,
মানুষেরাই নির্মম হয়।
অর্থের ভেলকিতে এমন হয়।
লিপ্সু এই পৃথিবীতে আপন কেহ নয়।
          সমাপ্ত।।
রচনাকালঃ ১ সেপ্টেম্বর ২০২২ইং

বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷ 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা আত্মশুদ্ধির রমজান লেখক নাঈম হোসেন

  আত্মশুদ্ধির রমজান নাঈম হোসেন  রমজান ওগো আত্মশুদ্ধির রমজান! তোমার মধ্যে রয়েছে অফুরন্ত কল‍্যাণ। তারাবীহ, সেহেরি আরও ইফতার। হাজার বছরের র...

most popular post