কবিতা স্বপ্নসেতু কবি নাঈম হোসেন

 স্বপ্নসেতু

নাঈম হোসেন 

আমাদের টাকায় পদ্মাসেতু আমরা করেছি।
স্বাধীনতার পতাকা পেয়ে আমরা নওল স্বপ্ন বুনেছি।
খেটে খাওয়া আমার ভাইয়ের টাকায়।
স্বপ্নসেতু পেয়েছি মাওয়ায়।

এ যেন স্বাধীনতার পর আরেক নতুন স্বাধীনতা অর্জন করেছি।
যেমনটা বঙ্গবন্ধু চেয়েছে তেমন স্বপ্নের বাংলা আমরা পেয়েছি।
সরাসরি সড়ক যোগাযোগ হবে এখন একুশ জেলায়।
তিন কোটি মানুষের কষ্ট হবে দূর, সকালে এসে ঢাকায়, বিকেলে ফিরবে বাসায়।

বঙ্গবন্ধুর কল্পনা স্বপ্ন তুমি করলে বাস্তবায়ন।
পঁচিশে জুন স্বপ্নসেতুর করলে উদ্বোধন।
স্বপ্নসেতু এখন স্বপ্ন নয়, বাস্তবে তা হলো উম্মোচন।
বঙ্গকন‍্যা তুমি দেশের জন্য স্বপ্নসেতু করে দেখিয়েছো উন্নতির সোপান।

বাঙ্গালীরা কখনও হারতে শিখেনি উড়িয়েছে বিজয়নিশান।
স্বাধীনতা আর স্বপ্নসেতু তার চাক্ষুষ প্রমাণ।
পৃথিবীর সেরা দেশের সঙ্গে যা শোভমান।
তুমি বাঙ্গালীদের দিলে স্বপ্নসেতু, দিলে আশ্রয়ণ।

কী নেই বাংলাদেশে আজ? কী পাইনি আমরা? 
শতভাগ বিদ‍্যুৎ পেয়েছি। নারীর সমতা পেয়েছি। 
আরও যা কখনও কামনা করিনি এমন কিছু পেয়েছি আমরা।
তবে আজও বাকস্বাধীনতা পাইনি  ! সুশিক্ষা হারিয়েছি। গণতন্ত্র হারিয়েছি।

আমরা নিজেদের টাকায় স্বপ্নসেতু করেছি তবে টোল চাইনি।
টোল কেনইবা দেব যখন আমরাই টাকা দিয়েছি?
যদি টোল দিতেই হয় তাহলে আমাদের এই স্বপ্নসেতুর কি দরকার ছিল?
উত্তর দাও নিশ্চুপ থেকোনা তুমি বল?
যেখানে আমরা স্বাধীনভাবে ঘুরতেও পারবনা, এমন স্বপ্নসেতু আমরা চাইনি।

প্রয়োজনের তাগিদে আপনার ডাকে আমরা সাড়া দিয়ে স্বপ্নসেতু করেছি।
কারণ আমরা পাখির মত স্বাধীনভাবে উড়তে চেয়েছি।
আমরা টোল চাইনা! আমরা স্বপ্নসেতুর কোন ক্ষতি চাইনা।
কেউ সামান্য ক্ষতি করলেও আমরা তাকে ছাড়বনা।

আপনি যখন যা বলেছেন আমরা আপনার কথায় সাড়া দিয়েছি।
আমরা আপনার অসীম ভালোবাসা পেয়েছি।
আপনার প্রতিটা কর্মে আপনি গর্বিত। আমরা আপনার প্রশংসা করছি।
আপনার দীর্ঘায়ু কামনা করছি। 

কথা দিচ্ছি আপনার অবাধ‍্য আমরা হবো না!
আমরা বাকস্বাধীনতা চাই।
আমরা সত্য বলার অধিকার চাই।
আমরা গণতন্ত্র চাই।
আমরা টোলমুক্ত স্বপ্নসেতু চাই।
আমরা দেশের দুশমন ও অপরাধীদের সঠিক বিচার চাই।

আমরা আপনাকেই বারবার প্রধানমন্ত্রী চাই।
আমরা আপনার শত্রু নই।
কিছু মুখোশ পরা দলের হোতারাই আপনার চির শত্রু।
যারা কথায় কথায় আপনার প্রশংসা করছে কিন্তু ওদের অন্তরে রয়েছে বক্র।

যারা আপনার চারপাশে সর্বদা ঘুরে বেড়ায়।
ওরা ওঁত পেতে আছে সুযোগের অপেক্ষায়।
কিন্তু আমরা কথা দিচ্ছি কখনো যদি আপনার দুঃসময় ফের আসে।
তখন সর্বপ্রথম আমরাই থাকব আপনার পাশে।

আমরা আপনাকে ভালোবাসি। 
আমরা দোয়া করি সারা জীবন আপনি বেঁচে থাকেন আমাদের পাশাপাশি।
আপনার মতো দ্বিতীয় কোন নেতা নেই সাহসী।
সূর্য উদয়ের মত আপনি যুগযুগ ধরে থাকেন আমাদের পাশাপাশি।
                 সমাপ্ত।।
রচনাকালঃ ৩০ জুন ২০২২ইং

বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা আত্মশুদ্ধির রমজান লেখক নাঈম হোসেন

  আত্মশুদ্ধির রমজান নাঈম হোসেন  রমজান ওগো আত্মশুদ্ধির রমজান! তোমার মধ্যে রয়েছে অফুরন্ত কল‍্যাণ। তারাবীহ, সেহেরি আরও ইফতার। হাজার বছরের র...

most popular post