লুটপাট
নাঈম হোসেন
রাজনৈতিক নেতারা,
আর সরকারি আমলারা;
দেশটাকে লুটপাট করছে।
জনগণের টাকা লুটে খাচ্ছে।
উত্তর থেকে দক্ষিণ ও নৈর্ধতকোণ;
প্রাচি থেকে প্রতীচী ও ইশান কোণ;
মধ্যে থেকেও ঠোকরে ঠোকরে খাচ্ছে।
মাথা গোঁজার জায়গাটাও সর্বগ্রাস করছে।
তেলের বাজার লুটছে ওরা,
পেয়াজের বাজার লুটছে।
চাল, ডাল লুটছে ওরা ;
গরীব ধুঁকে মরছে।
ইন্টারনেট কোম্পানিগুলো বড্ড চালাকি করছে;
আনলিমিটেড মেয়াদের নামে অর্থ লুট করছে।
বিদ্যুতের দিন মন্দ যাচ্ছে লোডশেডিং দিচ্ছে।
রাস্তাঘাট মেরামতের নামেও অর্থ লুট হচ্ছে।
উঁইঢিবিতে বাঁধছে বাসা!
দেশ করবে সর্বনাশা।
মানচিত্রটা ঠোকরে খাচ্ছে তাই।
স্বাধীনতা পেয়েছি বটে, কেউ স্বাধীন নাই।
সত্য কথা বললে;
প্রতিবাদ করলে,
জেল জরিমানা হবে।
বাড়াবাড়ি বেশি করলে,
জীবনটাই যাবে।
সবকিছুই অটো চলে,
ভোটের দরকার নাই।
মুখে সবাই সাধু বলে,
ভিতরটা খাইখাই।
প্রতিরোধের ভাষা নিয়ে,
রাজপথে এসো বেড়িয়ে ;
নইলে রক্ষা নাই।
সময় থাকতে এসো সবাই,
প্রতিবাদ জানাই।।
সমাপ্ত।।
রচনাকালঃ ১৪ মে ২০২২ইং
বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন