কবিতা গরীব খাবে কী? লেখক নাঈম হোসেন

 কবিতা পোস্ট নং- এগারো 

গরীব খাবে কী?

নাঈম হোসেন 

পণ্যে অনল,
অর্থ দুর্বল; 
বোবা কষ্টে মানুষ করছে হাহাকার! 
দামের অনলে কাঁপছে গোটা শহর!
গরীব খাবে কী?
সরকারি সহায়তাও নেতারা পায়, গরীব পাবে কী?

তেলের ঝাঁজে,
বিষের বীণা বাজে!
সোয়াবিন, সূর্যমুখী আর সরিষা বুনেছি।
চাল, আটা ও ময়দা চড়া দামে কিনেছি।
ভুট্টা, ধান আর গমের বীজ রোপেছি।

শুধু ভোজ্যতেল নয়, সবকিছুর দাম লাগামহীন ঊর্ধ্বগতি।
আমজনতার চরম সংকটের দুর্গতি।
পেয়াজের ঝাঁজে;
বোবা কান্নায় বুক ভিজে।

সিন্ডিকেট ও মজুদ কারীর দখলে সব।
রাজনৈতিক নেতা, তাদের পক্ষে সব।
প্রশাসন দেখেও না দেখার ভানে নিরব।
গরিব বাঁচার উপায় কী?
কৃত্রিম সংকটে বাজার মূল্য বর্ধন, গরিব খাবে কী?
সরকারি প্রণোদনা সব নেতাদের পকেটে, গরীব পাবে কী?

টিসিবির কার্ড পায়, দলের চাটুকার সবাই 
গরীব যাবে কই?
পণ্যের মূল্য বৃদ্ধি বলে বাজার হইচই।
মরার উপর খাঁড়ার ঘা, মনঃকষ্টে গরীবরা চুপ রই।
পণ্যের বাজারে লাগছে আগুন, গরীব খাবে কী?
মর্মে আঘাত লাগছে দ্বিগুন, বাঁচার উপায় কী?সমাপ্ত।।

রচনাকাল: ২১ মে ২০২২ইং

বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত৷ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা আত্মশুদ্ধির রমজান লেখক নাঈম হোসেন

  আত্মশুদ্ধির রমজান নাঈম হোসেন  রমজান ওগো আত্মশুদ্ধির রমজান! তোমার মধ্যে রয়েছে অফুরন্ত কল‍্যাণ। তারাবীহ, সেহেরি আরও ইফতার। হাজার বছরের র...

most popular post