তেল
নাঈম হোসেন
ফেসবুকে এখন তেল নিয়ে হইচই!
বাজার, পল্লী, মহল্লায়ও হয় রইরই!
বেড়েছে তেলের দর,
তাই এতো কদর।
বাজারে গিয়ে দেখি;
বৃদ্ধ এক কাকার চোখে পানি!
শুধানো তারে কী কষ্টে এমন ভিজেছে আঁখি?
বলেন আমায় মনোযোগ দিয়ে শুনি।
বলছে কাকা
মন্দ আমার ভাগ্যের চাকা
মধ্যবিত্ত সংসার আমার
নেই তেমন আয় রোজগার।
টাকা-পয়সা নেই কিছু
পকেট তাই খালি।
কষ্টের কথা কাকে বলি
মুখে আসে গালি।
সবজির বাজার যেমন—তেমন
তেলের গায়ে আগুন।
তেল ছাড়া খেতে হবে ভর্তা আলু আর বেগুন।
চাউলের দামটাও বেড়ে কয়েকগুণ।
আটা, ময়দা, চিনি ও লবন
আদা, পেয়াজ ও রসুন
মাছ, মাংসের বাজারও বেড়ে লাগামহীন।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বুকে কষ্টের বীণ।
কী থেকে কী করি এখন
ভেবে পাইনা কিছু!
বাজার ব্যাগ নিয়ে ঘুরছি সেই কখন
কেনা হয়নি কিছু।
কীভাবে এখন চলবে জীবন
ভাবছি পরিশেষ
ডিজিটাল দেশ হয়ে এখন
কষ্টের নাই শেষ।
তেলের বাজার বাড়তি নয়
করছে সিন্ডিকেট।
যদি প্রশাসনের কঠোর অভিযান হয়
তবেই বাঁচবে দেশ।
বাঁচবে মানুষ
থাকবেনা কোন সিন্ডিকেট।
সমাপ্ত।।
রচনাকালঃ ১৩ মার্চ ২০২২ইং
বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন