কবিতা পোস্ট নং-তিন
সাংবাদিক
নাঈম হোসেন
সাংবাদিকতা করতে গিয়ে কতকিছু দেখি।
অপরাধ থেকে শুরু করে কতকিছু লেখি।
দর্ষণে সয়লাব জাতি নিউজের নাই শেষ।
অন্ধকারে ঢাকা দেখি সোনার বাংলাদেশ।
মাদকের থাবায় এখন জাতি করল গ্রাস।
উঠতি বয়সী ছেলে-মেয়েদের হচ্ছে সর্বনাশ।
পড়াশুনায় মন নেই শুধু পাবজি গেম গেলে।
ইয়াবা সেবন করে তারা টাকা হাতে পেলে।
সাংবাদিকতা করতে গিয়ে হলাম সাংবাদিক।
সত্যের সন্ধানে ছুটি রোজ এদিক-সেদিক।
কত অন্যায় দেখি কিন্তু নিউজ করতে বাঁধা।
নিউজ করলে মামলা হয় সাংবাদিক তুলে চাঁদা।
অপরাধীরা সেজে আছে,মুখোশ পরা সাধু।
মধুর কথায় মন গলায়,জানে কথার যাদু।
দুষ্ট কথার ছলে তাদের মিষ্টি কত হাসি?
সুযোগ একটু দিয়ে দেখ তুমি যাবে ফাঁসি।
পথেঘাটে কেমনে চলি ভালো মানুষ নাই?
কখন যে কি ঘটে যায় বলা মুশকিল ভাই।
ডানে বামে সবদিক থেকো হুশিয়ার।
কখন ফাঁদে পরে গিয়ে পাবে অবিচার।
অপরাধীর পক্ষে দেখবে সাক্ষী দিবে সবাই।
হাত পা ধরলেও দেখবে তোমার পক্ষে নাই।
অপরাধ না করেও তুমি, হবে অপরাধী।
টাকার কাছে বিক্রি সবাই, তুমি হবে কয়েদী।
অপরাধ খুঁজতে গিয়ে দেখি নিউজের পাহাড়।
সকল নিউজ করলে যাবে জীবনটা আমার।
ন্যায়ের পথে কাঁটা বেশি,দেখে, বুঝে চল।
সত্য কথা তিক্ত তবু , সত্যি কথাই বল।
সাংবাদিকতা যতটা সহজ ভাব, আসলে সহজ নয়।
সাংবাদিক হতে হলে, অনেক কৌশলী হতে হয়।
নতুন যারা আসতে চাও, নিমন্ত্রণ করি তাদের।
কলম দিয়ে যুদ্ধ করবে, ভয় করবেনা রক্ত-চক্ষুদের।
সমাপ্ত।।
রচনাকালঃ ১২ ডিসেম্বর ২০২১ইং
বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷
অসাধারণ কাব্য
উত্তরমুছুনঅসাধারণ রচনা
উত্তরমুছুন