কবিতা চাপাকষ্ট লেখক নাঈম হোসেন

 কবিতা পোস্ট নং - তেরো 

চাপাকষ্ট

নাঈম হোসেন 

মনে অনেক চাপাকষ্ট।
ঘৃণায় তাই অতি রুষ্ট।
কাকে বলে হব তুষ্ট?
সবাই তো লোভে নষ্ট।

কে শুনবে কষ্টের কথা?
মনে অনেক জমানো ব‍্যথা!
হারিয়েছি বাকস্বাধীনতা!
স্বাধীন দেশেও কেন পরাধীনতা?

গণতন্ত্র মনে মনে, বাস্তবে তা নাই।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতা সবাই ;
ভোটের অধিকার নাই।
ভোটকেন্দ্রে নেতা ছাড়া ভোটার কেহ নাই।

লুটেরা সেবক হইছে তাই;
কোথাও জনসেবা নাই।
রক্ত চুষে খাচ্ছে ওরা, কেহ সুখে নাই। 
জালেম সরকার করছে শোষণ, প্রতিবাদী নাই।

চপলতায় কাটে রাত-দিন;
ঘুম নেই চোখে দুঃস্বপ্ন দেখি সারাক্ষণ।
আমজনতা করছে আই-ঢাই।
রাষ্ট্রের দুর্দশা জনতা আই-আই!

আহা মরি-মরি এ কী লজ্জা?
লুটেরা লুটে দেশটাকে করছে মৃত্যুসজ্জা!
ভয়ে থরথর কাঁপছে সবাই!
প্রতিবাদ করার সাহস কারো নাই।

অন‍্যায়ের বিরুদ্ধে বলে কথা;
দেশের আলেম হইছে উস্কানিদাতা।
ত্রাসে ত্রাহি-ত্রাহি করছে নিরীহ জনতা।
কেউ আসছে না ভয়ে এগিয়ে, হতে পারে বানোয়াট মামলা ও গুমখুন হত্যা।

কতজনের হয়েছে সাজা হয়নি জামিন।
মনোবেদনা নিয়ে করছে দোয়া, মুক্তিকামীরা বলছে আমীন।
চাপাকষ্ট আর যায়না চাপা জেগে ওঠার এক্ষুনি সময়।
শোষণ সরকারের পতন চাই, স্লোগানে সবে মাঠে আয়।

চারদিকে শুনি শুধু হায়-হায় নিনাদ।
এক্ষুনি খুঁজতে হবে নিজেকে বাঁচার পথ।
এসো স্বদেশপ্রেমী, হই ঐকতান!
মুক্তির স্লোগানে উড়াব নিশান।
             সমাপ্ত।।
রচনাকালঃ ২১ মে ২০২২ইং

বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা আত্মশুদ্ধির রমজান লেখক নাঈম হোসেন

  আত্মশুদ্ধির রমজান নাঈম হোসেন  রমজান ওগো আত্মশুদ্ধির রমজান! তোমার মধ্যে রয়েছে অফুরন্ত কল‍্যাণ। তারাবীহ, সেহেরি আরও ইফতার। হাজার বছরের র...

most popular post