দেশ দ্রোহী লেখক নাঈম হোসেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দেশ দ্রোহী লেখক নাঈম হোসেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কবিতা দেশ দ্রোহী লেখক নাঈম হোসেন

 দেশ দ্রোহী 

নাঈম হোসেন 

মসনদে বসে যারা দেশের মানুষকে করছে শোষণ;
গরীব ও দুর্বলের সম্পদ যারা করছে লুণ্ঠন ;
যারা গরীবের ত্রাণ করে আত্মসাৎ ,
যারা আঙুল ফুলে বড়োলোক হয়েছে হঠাৎ; 

দেশ দ্রোহী নয় কী তারা ?

যারা বিচারের নামে করে প্রহসন; 
যারা খোলা আকাশের নীচে নারীদের করে ধর্ষণ, 
যারা বিজ্ঞাপনের নামে ছড়ায় যৌনতা ,
যাদের দেশ ধ্বংসে থাকে মৌনতা;

দেশ দ্রোহী নয় কী তারা ?

যারা দেশে কৃতিম সংকট তৈরি করে ,
নিত্যপন্যে দাম বৃদ্ধি করে ,
যারা বরাদ্দের নামে জনতার টাকা লুটপাট করে;
যারা শিক্ষার নামে অশিক্ষা বিস্তার করে,

দেশ দ্রোহী নয় কী তারা ?

যারা গণতন্ত্রের অধিকার নেয় কেড়ে ,
যারা স্বার্থের লোভে গুমখুন করে ,
যারা সত্যকে লুকিয়ে মিথ্যা রটনা করে,
যারা মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মানুষ হত্যা করে৷ 

দেশ দ্রোহী নয় কী তারা ?

যারা খেলার নামে বিদেশী পতাকা স্বদেশে উড়ায় 
যারা দেশের টাকা পাচার করে বিদেশে পাঠায়৷ 
যারা সরকারি অফিসে বসে জনগনের টাকা নেয় কলমের খোঁচায় , 
যারা দেশের অর্থ লুট করে বিদেশে স্বপ্ন বিলাশ বাড়ি বানায়,  

দেশ দ্রোহী নয় কী তারা ?
সমাপ্ত ৷৷

বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷ 




কবিতা আত্মশুদ্ধির রমজান লেখক নাঈম হোসেন

  আত্মশুদ্ধির রমজান নাঈম হোসেন  রমজান ওগো আত্মশুদ্ধির রমজান! তোমার মধ্যে রয়েছে অফুরন্ত কল‍্যাণ। তারাবীহ, সেহেরি আরও ইফতার। হাজার বছরের র...

most popular post