নাকাল
নাঈম হোসেন
মজুদকারীদের ঢের অর্থের লোভ।
গরীবদের বাড়ছে ক্ষোভ।
সবকিছুতে দাম বৃদ্ধি প্রশাসন নিরব।
নিয়ন্ত্রণে টেনে আনতে জনতার বিক্ষোভ।
পুঁজিবাজারে বসে,
মনের হরষে;
সিন্ডিকেট চক্র পণ্য মজুদ করে ;
বাজারে কৃত্রিম সংকট তৈরি করে,
দফায় দফায় পণ্যের দাম বৃদ্ধি করে।
আমরা নাকাল!
মন্দ কপাল!
ভাবছি বসে ;
দাম বেড়েছে কষে,
খাবো কী আগামীকাল?
সময় থাকতে হই সচেতন নীরব থাকব না।
অন্যায় যা সয়েছি আর সইব না।
পেটের খিদে লড়ব মোরা পিছু হটব না।
সিন্ডিকেট চক্র না করে পতন ঘরে উঠব না।
যায় যাবে মোর টুটি।
বেঁচে থাকলে পাই যেন ভাত আর রুটি।
খিদের জ্বালা বড় কষ্ট সইতে পারছি না।
গরীব মোরা ভাত চাই, জালিম শাসক না।
সমাপ্ত।।
রচনাকালঃ ২৫ মে ২০২২ইং
বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন