কবিতা তেল নিয়ে সিন্ডিকেট লেখক নাঈম হোসেন

 তেল নিয়ে সিন্ডিকেট 

নাঈম হোসেন 

আমরা লজ্জায় মুখ ঢাকি আঁচলে।
তেল নিয়ে বারবার সিন্ডিকেট চলে।
তেলের বাজারে লেগেছে আগুন।
গরিবের কষ্ট তাই বেড়েছে কয়েকগুণ।

সিন্ডিকেট চক্রের দখলে 
তেলের বাজার চলে।
ব‍্যবসায়ীরা সরবে।
প্রশাসন নিরবে।

গরিবদের কষ্টের নিঃশেষ 
আর মধ্যবিত্তদের ক্লেশ ।
মানবতার দেওয়ালে পড়েনি সাড়া 
জোঁকের মত রক্ত চুষে খাচ্ছে ওরা।

নুন আনতে পানতা নাই 
দু'শত দশ টাকায় তেল খাই
তেলের বাজার হাতের নাগাল চাই 
নইলে গরিবদের জন্য বিষ চাই 

              সমাপ্ত।।
রচনাকালঃ ১২ মে ২০২২ইং
বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা আত্মশুদ্ধির রমজান লেখক নাঈম হোসেন

  আত্মশুদ্ধির রমজান নাঈম হোসেন  রমজান ওগো আত্মশুদ্ধির রমজান! তোমার মধ্যে রয়েছে অফুরন্ত কল‍্যাণ। তারাবীহ, সেহেরি আরও ইফতার। হাজার বছরের র...

most popular post