কবিতা পোস্ট নং - বারো
লোডশেডিং
নাঈম হোসেন
নিদাঘ জ্বলদার্চি গরমে গা দগদগ করছে।
চারদিক দিয়ে চপলতা চেপে ধরছে।
কখনো অলিন্দে, কখনো শয্যায় ভূলুণ্ঠন করছি।
কোথাও জ্বলদগ্নি নেই তবু তপ্তে ছটফট করছি।
আহা মরিমরি বিদ্যুৎ নেই ঘন্টার পর ঘন্টা শুধু লোডশেডিং দিচ্ছে।
তারে কারেন্ট খায় এসেই চলে যায়, মাস পেরুলেই তবু বিল ঠিকঠাক নিচ্ছে।
প্রতিবাদ কে করবে ?
সেই সাহসী বাপের বেটা এখনো রয়েছে মাতৃগর্ভে।
ডিজিটাল দেশের নাগরিক আমরা দর্প করে চলি।
ঘন্টায় দেয় কতবার লোডশেডিং এই ক্লেশ কারে বলি?
নিজ জমিতে পিলার দিয়েছি, মিটার কিনেও প্রতিমাসে দিচ্ছি তার বাড়া।
বিল দিতে হলে দেড়ী লাইন কেটে দিবে বলে দেয় তাড়া।
তাদের দেওয়া সব শর্ত মেনে নিলাম।
ঠিক সময়ে ব্যাটসহ কারেন্টের বিল দিলাম।
সবকিছু করেও লোডশেডিং দেয় অহর্নিশ বারবার।
ফ্রিজের সবকিছু যায় যখন পচে, গরমে করি আইঢাই তখন কষ্টে মুখ হয় ভার।
সমাপ্ত।।
রচনাকালঃ ৪ জুলাই ২০২২ইং রোজ সোমবার।
বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন