একজন চালকের পূর্ব করণীয়
নাঈম হোসেন
ড্রাইভারদের নিয়ে আলোচনা করছি আজ
গাড়ি চালনার আগে একজন চালকের কী? কী? করণীয় কাজ?
গাড়ি চালনার পূর্বে যা যা চেক করে নিবে
গাড়ির হালনাগাদ বৈধ কাগজপত্র সঙ্গে নিবে ৷
নিম্নে যেসকল সনদের কথা করব বর্ণন;
গাড়ির সঙ্গে আছে কিনা দেখে লও
অতঃপর নিরাপদে ঝুঁকিমুক্ত গাড়ি চালাও।
সেসবের কথা করছি বর্ণনা চালকেরা শুনুন।
মেয়াদসহ সবকিছু ঠিক আছে কিনা?
রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
মেয়াদসহ সবকিছু ঠিক আছে কিনা?
ফিটনেস সার্টিফিকেট,
মেয়াদসহ সবকিছু ঠিক আছে কিনা?
ট্যাক্সটোকেন সার্টিফিকেট।
মেয়াদসহ সবকিছু ঠিক আছে কিনা
ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট।
মেয়াদসহ সবকিছু ঠিক আছে কিনা
ইনসিওরেন্স (বিমা) সার্টিফিকেট,
মেয়াদসহ সবকিছু ঠিক আছে কিনা
রুট পারমিট সার্টিফিকেট ।
আরও কতিপয় নিয়মকানুন অনুসরণ কর
অতঃপর গন্তব্যস্থলের দিকে স্টিয়ারিং ধর।
নিম্নে সেগুলো করছি বর্ণন।
পড়াশুনা করে মাথায় রেখে কর অনুসরণ।
সবকিছু নিয়মকানুন জেনে
যদি অনুসরণ কর
সবকিছু নীতিমালা মেনে
যদি গাড়ি চালনা কর
ড্রাইভিংএ সেরা তুমি তবেই হবে ,
সরক দুর্ঘটনা নয় নিরাপদে বাড়ি যাবে।
চালকদের জন্য রয়েছে হরেক নিয়মকানুন
গাড়ি চালনার পূর্বের নিয়মটা আগে জানুন।
গাড়িতে জ্বালানি আছে কি না পরীক্ষা কর ,
না থাকলে পরিমাণ মতো ভর।
রেডিয়েটর ও ব্যাটারিতে পানি আছে কি না পরীক্ষা কর
না থাকলে পরিমাণ মতো পূর্ণ কর।
ব্যাটারির কানেকশন ঠিক আছে কিনা পরীক্ষা কর।
কানেকশন লুজ থাকলে ঠিক কর।
লুব/ইঞ্জিন অয়েলের লেবেল ও ঘনত্ব পরীক্ষা কর,
কম থাকলে পরিমাণ মতো আরও ভর।
মাস্টার সিলিন্ডারের ব্রেকফ্লুইড, ব্রেকঅয়েল পরীক্ষা করে ,
কম থাকলে আরও নাও ভরে।
ব্রেক ও ক্লাচের কার্যকারিতা পরীক্ষা করে
সমস্যা কোথাও থাকলে নাও সেটা সেড়ে।
গাড়ির ইঞ্জিন, লাইটিং সিস্টেম, ব্যাটারি ও স্টিয়ারিং
ও সকল বিয়ারিং
ইত্যাদি সঠিকভাবে কাজ করছে কি না?
নাট-বোল্ট টাইট আছে কি না ?
সার্বিকভাবে মোটরযানটি ত্রুটিমুক্ত আছে কি না
সবকিছু নাও পরীক্ষা করে।
কোথাও সমস্যা দেখলে নাও ঠিক করে।
গাড়ির বাইরের
এবং ভিতরের
বাতির অবস্থা চেক কর ,
সমস্যা দেখলে তা ঠিক কর।
চাকা (টায়ার কন্ডিশন
হাওয়া/নাট/এলাইমেন্ট/রোটেশন
স্পেয়ার চাকা পরীক্ষা করে ।
সমস্যা থাকলে সেগুলো নাও ঠিক করে।
অগ্নিনির্বাপকযন্ত্র এবং ফাস্টএইড বক্স গাড়িতে রাখ।
প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি গাড়িতে রাখ।
হাত-মুখ মোছার গামছাটাও রাখ।
টয়লেট টিস্যু ও অন্যান্য প্রয়োজনীয় যা সবকিছু গাড়িতে রাখ।
সবশেষে গাড়িটাকে ধুয়ে মুছে পরিস্কার করে
গন্তব্যের দিকে বের হও স্টিয়ারিং ধরে।
প্রতিদিন একইভাবে এই কাজগুলো করবে।
পরিপাটি পোশাক পরে গাড়ি চালনা করবে।
ড্রাইভিং পেশা ছোট নয়, দেখবে
অচিরেই তোমাদের আত্মমর্যাদা বাড়বে।
সমাপ্ত।।
রচনাকালঃ ১৪ মার্চ ২০২২ ইং
বিশেষ দ্রষ্টব্য: কপিরাইট সংরক্ষিত৷