কবিতা আত্মশুদ্ধির রমজান লেখক নাঈম হোসেন

 আত্মশুদ্ধির রমজান

নাঈম হোসেন 

রমজান ওগো আত্মশুদ্ধির রমজান!
তোমার মধ্যে রয়েছে অফুরন্ত কল‍্যাণ।
তারাবীহ, সেহেরি আরও ইফতার।
হাজার বছরের রজনী শবে-কদর।
বিজয় হয়েছে মক্কা নগর ও  বদর।

রহমত বরকত মাগফেরাত আরও কত উপটৌকন।
একটি সেজদা সত্তরটি সেজদার সমান।
একটি ফরজ, একটি সুন্নত, নফল সত্তরটির সমান।
বেহেশতের সবক'টি দরজা খুলে করেছ পূণ্যের সব আয়োজন।

এ মাসে অবিরাম রাত্রিদিন।
আত্মশুদ্ধির দিন।
তবু কত হেলায় কাটাই আমরা দিন।
করিনা কেন সিরাত মুস্তাকিমের সন্ধান ?

কুরআনের মাস পেয়ে ধন‍্য আমি।
ইবাদতে কাটাব দিবস-যামী।
মনে আছে যতো কালিমা।
প্রভুর কাছে চাবো ক্ষমা।

মাফ করে 
দাও মোরে।
রেখোনা আর কোন অভিমান।
তোমার প্রতি এনেছি খাঁটি ঈমান।

তুমি আমার ইলাহী! তুমিই রব!
শিরক-বিদায়াত যতো গুনাহ মাফ কর সব।
তুমি গফুর তুমি রহমান।
আমার প্রতি হও দয়াবান।

তুমি মালিক!
তুমি খালিক!
আমায় কর রিযিক দান।
সকল গুনাহ হতে চাই পরিত্রাণ।

তুমি অন্তর যামী 
লুকোছাপা যতো কথা সব জানো তুমি 
তোমার কৃপায় বাঁচি আমি 
দাও মোরে দু'হাত ভরে, কী চাই আমি?

রহমত, মাগফেরাত দাও নাযাত।
মাতা-পিতাকে ক্ষমা কর, চাই তাদের জান্নাত।
জীবিতদের সুস্থ-সবল রেখো, দাও আবেহায়াত! 
পরিশেষে চাই তোমার সন্তুষ্টি! চাই জান্নাত!
                   সমাপ্ত।।
রচনাকালঃ ৪ এপ্রিল ২০২২ই 
বিশেষ দ্রষ্টব্য: কপিরাইট সংরক্ষিত৷ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা আত্মশুদ্ধির রমজান লেখক নাঈম হোসেন

  আত্মশুদ্ধির রমজান নাঈম হোসেন  রমজান ওগো আত্মশুদ্ধির রমজান! তোমার মধ্যে রয়েছে অফুরন্ত কল‍্যাণ। তারাবীহ, সেহেরি আরও ইফতার। হাজার বছরের র...

most popular post