কবিতা শহীদ মেজর জিয়া লেখক নাঈম হোসেন

কবিতা পোস্ট নং -পাঁচ

 শহীদ মেজর জিয়া

নাঈম হোসেন

তুমি শহীদ মেজর জিয়া ,
তোমার জন্য কাঁদে মম হিয়া।
দেশের জন্য তুমি করেছো লড়াই।
তোমাকে নিয়ে মোরা তাই করি বড়াই।

তুমি একাত্তরের দাবাগ্নি ! 
তুমি একাত্তরের রোষাগ্নি! 
তুমি একাত্তরের হিমালয়! 
তুমি জনবন্ধু , তুমি উদারহৃদয়৷ 

তুমি স্বদেশ প্রেমিক ! 
তুমি  মহান সৈনিক৷ 
তুমি একাত্তরের প্লাবক!  
তুমি ন‍্যায় শাসক!

তুমি একাত্তরের প্লাবন৷ 
তুমি একাত্তরের সাইক্লোন৷ 
তুমি তেজি ! তুমি একাত্তরের রণতূর্য ! 
তুমি একাত্তরের প্রভাত সূর্য ! 

তুমি একাত্তরের তূর্যধ্বনি৷ 
বাংলায় সবার মুখে-মুখে তাই , 
শুনি তোমার-ই  জয়ধ্বনি ৷ 
তোমার স্তুতি করছে আবাল-বৃদ্ধ-বনিতা সবাই।

তুমি মানুষের হৃদয় করেছো জয় স্ব-কর্ম দিয়া।
টেকনাফ থেকে তেতুলিয়া , 
দেশ গড়েছো তুমি জিয়া৷ 
চির অমর তুমি শহীদ জিয়া ! 

তুমি একাত্তরের প্রভাতফেরি ৷ 
তুমি একাত্তরের আলোর দিশারি৷ 
তুমি একাত্তরের পাঞ্জেরী ৷ 

কে বলেছে স্বাধীনতায় শহীদ জিয়া,
তোমার নেই অবদান৷ 
বীর উত্তম তুমি ! 
মুক্তি যুদ্ধের ১ নম্বর সেক্টরে তুমি, 
কমান্ডারের দায়িত্ব করেছো পালন।
একাত্তরের বীরযোদ্ধাদের অবিস্মরণীয় জীবনগাঁথা 
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সম্মাননা স্মারকগ্রন্থটি তার প্রমাণ।
দেশের জন্য জিয়া তুমি  করেছো আত্মদান৷ 
সমাপ্ত।।

রচনাকালঃ ২ মার্চ ২০২০ইং

বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷ 

1 টি মন্তব্য:

কবিতা আত্মশুদ্ধির রমজান লেখক নাঈম হোসেন

  আত্মশুদ্ধির রমজান নাঈম হোসেন  রমজান ওগো আত্মশুদ্ধির রমজান! তোমার মধ্যে রয়েছে অফুরন্ত কল‍্যাণ। তারাবীহ, সেহেরি আরও ইফতার। হাজার বছরের র...

most popular post