কবিতা হোক প্রতিবাদ লেখক নাঈম হোসেন

 হোক প্রতিবাদ  

নাঈম হোসেন  

প্রতিটি অন‍্যায়ের হোক নিরোধ।
গ্রাম থেকে শহর ।
ছোট থেকে বড়।
সকল অন‍্যায়ের চাই প্রতিরোধ । 

কলমের খোঁচায় যারা করে পুকুর চুরি।
যারা মা-বোনদের ধর্ষণ করে, করছে সেনচুরি। 
যারা ভুয়া সনদে মুক্তিযোদ্ধার দর্প করে ঘুরি।
এসো তাদের সবাই প্রতিবাদ করি।

যারা প্রকৃত মুক্তিযোদ্ধা দেশের জন্য গেছে লড়ি।
এসো সবে তাদের সম্মান ও শ্রদ্ধা করি।
যে স্বাধীনতার জন্য একাত্তরে হয়েছে রক্তবৃষ্টি।
সে স্বাধীনতা চাই! 
প্রয়োজনে ফের করে লড়াই;
করব নতুন ইতিহাস সৃষ্টি। 

অণু থেকে পরমাণু,
সবকিছু করে মেনু;
প্রতিটি অন‍্যায়ের হোক প্রতিবাদ!
প্রতিটি দুর্নীতির হোক নিন্দাবাদ!

দেশে আজ বাকস্বাধীনতা নাই!
অন্যায়ের প্রতিবাদ নাই!
লেখকদের কলম হোক অন‍্যায়ের বিরুদ্ধে।
সাংবাদিকদের শিরোনাম হোক ন‍্যায়-অন‍্যায়ের যুদ্ধে।

শিক্ষকদের উপদেশ হোক স্বদেশ প্রেম!
ন‍্যায় সমরে করব লড়াই, রক্ষার জন্য হেরেম।
অন‍্যায় দেখব যেথায়,
প্রতিবাদ করব সেথায়;
আর থাকব না কেউ নিশ্চুপ।
ধরণী হতে চিরতরে অন‍্যায় হোক লোপ।
             সমাপ্ত।।
রচনাকালঃ  ১৯মে ২০২২ইং

বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা আত্মশুদ্ধির রমজান লেখক নাঈম হোসেন

  আত্মশুদ্ধির রমজান নাঈম হোসেন  রমজান ওগো আত্মশুদ্ধির রমজান! তোমার মধ্যে রয়েছে অফুরন্ত কল‍্যাণ। তারাবীহ, সেহেরি আরও ইফতার। হাজার বছরের র...

most popular post