চামচা
নাঈম হোসেন
চামচারা সব কথায় পটু সবার প্রিয় বেশ।
চোখে পরে হলুদ চশমা, মিষ্টি কথায় ধরে ছদ্মবেশ।
দুষ্ট কথার আড়ালে তার থাকে মিষ্টি হাসি।
কথার জালে পড়লে তবে, যাবে তুমি ফাসি।
এমনভাবে মিথ্যা কথা গুছিয়ে তারা বলে
সত্যিটা তখন চাপা পড়ে মিথ্যার আড়ালে।
কথায় কথায় তেল দেয় নেতার সামনে এলে।
পদ পদবী সব মিলে নেতা খুশি হলে।
আরও মিলে বকশিশ, ঢের টাকার থলে।
চামচারা তাই সেলফি তোলে,
নেতার কাছে এলে।
ফেসবুকে ভাইরাল করে, চামচামিটা বলে।
দেশের মানুষ জিম্মি এখন চামচাদের দখলে।
রচনাকালঃ ২৪ এপ্রিল ২০২২ইং
বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন