কবিতা ঐক্য লেখক নাঈম হোসেন

 ঐক্য 

নাঈম হোসেন 

আজ সময় এসেছে 
মুসলিম জাতির হতে ঐক্য৷ 
এসো ভেঙে ফেলি সকল বাঁধা 
সকল অনৈক্য ৷ 

এসো ভেঙে ফেলি সকল বাঁধা ! 
মোরা মুসলিম , কীসের  কৃষ্ণ , কীসের রাধা ? 

এসো মোরা চলব মিলেমিশে , সতত , সদা ৷ 
মোরা মানবোনা কোনো অন্যায় আইন, কোনো বাঁধা ৷ 
মোরা চলব মেনে এক আল্লাহর আইন খোদা৷ 

কীসের এতো হিংসা ? 
কীসের এতো লিপ্সা ? 
কী মোহে করি এতো সহিংসা ? 
এসো হে মুসলিম মোরা হই একশা ! 

এসো হে মুসলিম ! 
মোরা হই ঐকতান ৷ 

এসো হে বীর ! 
এসো হে চিরউন্নত শির ! 
এসো হে ভাই মোর মুসলিম ! 
কীসের এতো অভিক্রম ?  
মোরা সবাই তো ভাই মুসলিম ! 

এসো মোরা গাই সাম্যের জয়গান ! 
কীসের হরে , কীসের ভগবান ? 
মোরা মুসলিম , 
মোরা বলিবো , এক আল্লাহ সুমহান !  

          সমাপ্ত ৷৷
রচনাকালঃ ২১ ফেব্রুয়ারি ২০১৫ইং

বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা আত্মশুদ্ধির রমজান লেখক নাঈম হোসেন

  আত্মশুদ্ধির রমজান নাঈম হোসেন  রমজান ওগো আত্মশুদ্ধির রমজান! তোমার মধ্যে রয়েছে অফুরন্ত কল‍্যাণ। তারাবীহ, সেহেরি আরও ইফতার। হাজার বছরের র...

most popular post