ঐক্য
নাঈম হোসেন
আজ সময় এসেছে
মুসলিম জাতির হতে ঐক্য৷
এসো ভেঙে ফেলি সকল বাঁধা
সকল অনৈক্য ৷
এসো ভেঙে ফেলি সকল বাঁধা !
মোরা মুসলিম , কীসের কৃষ্ণ , কীসের রাধা ?
এসো মোরা চলব মিলেমিশে , সতত , সদা ৷
মোরা মানবোনা কোনো অন্যায় আইন, কোনো বাঁধা ৷
মোরা চলব মেনে এক আল্লাহর আইন খোদা৷
কীসের এতো হিংসা ?
কীসের এতো লিপ্সা ?
কী মোহে করি এতো সহিংসা ?
এসো হে মুসলিম মোরা হই একশা !
এসো হে মুসলিম !
মোরা হই ঐকতান ৷
এসো হে বীর !
এসো হে চিরউন্নত শির !
এসো হে ভাই মোর মুসলিম !
কীসের এতো অভিক্রম ?
মোরা সবাই তো ভাই মুসলিম !
এসো মোরা গাই সাম্যের জয়গান !
কীসের হরে , কীসের ভগবান ?
মোরা মুসলিম ,
মোরা বলিবো , এক আল্লাহ সুমহান !
সমাপ্ত ৷৷
রচনাকালঃ ২১ ফেব্রুয়ারি ২০১৫ইং
বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন