কবিতা পরকীয়ার বলি নাপা লেখক নাঈম হোসেন

 পরকীয়ার বলি নাপা

নাঈম হোসেন।

সব দোষ লিমা আপার।
দোষ দেয় বেক্সিমকো নাপার।

ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে,
প্রেমিকার মনোরঞ্জে;
মিষ্টির সাথে বিষ মিশিয়ে,
পেটের দুই শিশুকে খাইয়ে,
সন্তান করে হত্যা।
অবশেষে পাষন্ডমা গুজব রটায়,
নাপা সিরাপে নেই নিরাপত্তা।

ইটভাটার শ্রমিক সুজন খান,
অসহায় দুই শিশুর বাবা।
থানায় গিয়ে অভিযোগ জানান;
নাপা নয় এটা পরকীয়ার থাবা।
পরিকল্পিত হত্যা বলে পুলিশ আমলে নেন।
সন্দেহের বেড়াজালে ইনভেস্টিগেশন করেন।
অবশেষে চল্লিশ উর্ধ পাষণ্ড মা স্বীকারোক্তি দেন। 

জঘন্যপাপ অন্তরাল করতে চতুর আপা;
পরকীয়ার বলি দেয় নাপা।

সাত বছরের ইয়াসিন,
চার বছরের মুরসালিন,
মাসুম বাচ্চাদের ছিলনা কোন দোষ।
পরকীয়ায় তবু তারা মায়ের চোখের রোষ।

পরকীয়ার সয়লাবে সন্তান পথের বাঁধা 
হরহামেশা ঘটছে এমন হৃদয় কাঁপানো ধাঁধা।

আশুগঞ্জ উপজেলার,
দুর্গাপুর ইউনিয়নের,
দুর্গাপুর গ্রামে,
অবৈধ পরকীয়া প্রেমে,
১০ মার্চ ২০২২ নেমে আসে,
শোকের কালো ছায়া!
ছিঃ ছিঃ ধিক্কারে পল্লিবাসী ভাসে, 
পরকীয়া কেড়ে নেয় সন্তানের মায়া।

রহস্য উন্মোচনে প্রশাসনকে জানাই সাধুবাদ।
ওয়াক থু ছ‍্যাপ ফেলে পরকীয়ার জানাই নিন্দাবাদ।

পরকীয়ায় মাতাল হয়ে খেলছে কত খেলা? 
ভুলটা বুঝে হারিয়ে সব জীবনের শেষবেলা।

কত সন্তান পরকীয়ায় হচ্ছে এখন বলি!
বৈধ স্বামী রেখে স্ত্রী কেন অন‍্যায় পথে চলি?
হালাল পথটা ছেড়ে কেন হারামের পথ ধরো?
ধর্মকর্ম ছেড়ে কেন জঘণ্য পাপ করো?

পরকীয়ামুক্ত সমাজ গঠনে, চাই কঠোর আইন।
স্বামী- স্ত্রী বেমিল হলে, দাও তালাকে বাঈন।
পরকীয়ার হত্যার চেয়ে, মানো ধর্ম আইন।

অহরহ ঘটছে এখন, পরকীয়া প্রেম
মিষ্টি হাসি, দুষ্ট কথায়, করছে সবে ভ্রম
পর্দা ছেড়ে নারীরা এখন, ঘুরছে শহর-গ্রাম
নষ্ট পুরুষ লোভে মত্ত, প্রেমের করে আঞ্জাম।
বোকা নারী ভাবে তখন;
স্বামীর থেকে ওর কাছে যখন,
আমার অনেক দাম। 

হাত ইশারায় দেয় যখন
নারী দুষ্ট হাসি!
প্রতারক পুরুষ বলে তখন 
প্রিয়া তোমায় খুব ভালোবাসি। 

এভাবেই প্রেমে পড়ে, ছলনায় পটে বেশ।
স্বামী সন্তান সব হারিয়ে, নিজেই হারায় শেষ।

পরকীয়া ধর্মে মানা, মান‍্য করি সবাই!
পরকীয়ামুক্ত সমাজ গঠনে, নিজেকে বাঁচাই।
পাপীকে নয়, পাপকে নিন্দা জানাই।
এই সমাজ সুখী হতে পরকীয়ামুক্ত চাই।
               সমাপ্ত।।
রচনাকালঃ ২৫ মার্চ ২০২২ইং
বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত৷ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা আত্মশুদ্ধির রমজান লেখক নাঈম হোসেন

  আত্মশুদ্ধির রমজান নাঈম হোসেন  রমজান ওগো আত্মশুদ্ধির রমজান! তোমার মধ্যে রয়েছে অফুরন্ত কল‍্যাণ। তারাবীহ, সেহেরি আরও ইফতার। হাজার বছরের র...

most popular post