কবিতা জবরদখল কবি নাঈম হোসেন

জবরদখল

নাঈম হোসেন 

সহস্র শতক সরকারি জমি হচ্ছে জবরদখল।
প্রশাসনের নিরব সম্মতিতেই হচ্ছে সব দখল।
দেখেও না দেখার করে ভান, নেই কোন টহল।
দক্ষিণার জোরেই ভূমিদস্যু করছে বেআইনি দখল। 

সরকারি ভূমি থেকে মালিকানাধীন ;
জবরদখল করে বড়লোক হচ্ছে দিনদিন।
ভূমি দস্যুদের ক্ষমতা রয়েছে চারদিক।
ধরাকে সরা জ্ঞান করে চলছে নির্ভীক। 

ক্ষমতার দাপটে,
সবকিছু নেয় লুটে।
মুখোশের আড়ালে তারা আসল রুপে ফুটে।
উপরটা শুভ্র তাদের ভিতরটা হিংসুটে।

সমাজে তারা সমাজ সেবক 
দশে দেয় করতালি।
ভূমিলোভে বাতুল হয়ে, ছদ্মবেশী শোষক।
একখণ্ড জমির জন্য অসহায়কে দেয় বলি।

বেচারা অসহায়।
চাপাকষ্টে করে হায় হায়।
গ্রাম আদালত থেকে উচ্চ আদালতে যায়।
সঠিক বিচার কোথাও না পায়।

সবকিছু হারিয়ে শেষে হয় ভবঘুরে।
উপরে তবু হাসি থাকে ভিতর শোকে পুড়ে।
সব থাকতেও নিঃস্ব তারা ভূমি দস্যুদের জোরে।
ডান-বামের জোরে তারা সবকিছু নেয় কেড়ে।

সরকারি কত জমি ভূমি দস্যুরা নেয় কেড়ে।
ভূমিহীনরা আবাসন পায় নদীর তীরে। 
অথবা বালুচরে। 
ঘর পেয়েও নিরাপদ নয় কাঁপছে শুধু ডরে ।
কখন যেন হারিয়ে যায় অজানা ঘূর্ণিঝড়ে।

সরকারি যত জমি ভূমিদস্যুরা ভোগ করে।
প্রশাসন সেগুলো যদি উদ্ধার করে।
ভূমিহীনদের ঠাঁই সেথায় দেয় যদি করে।
ভূমিহীনরা নিরাপদ থাকবেনা আর ডরে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  আপনাকে জানাই।
ভূমি দস্যুদের হাত থেকে দেশটা মুক্তি চাই।
                সমাপ্ত।।

রচনাকালঃ ১ এপ্রিল ২০২২ইং

বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা আত্মশুদ্ধির রমজান লেখক নাঈম হোসেন

  আত্মশুদ্ধির রমজান নাঈম হোসেন  রমজান ওগো আত্মশুদ্ধির রমজান! তোমার মধ্যে রয়েছে অফুরন্ত কল‍্যাণ। তারাবীহ, সেহেরি আরও ইফতার। হাজার বছরের র...

most popular post