ধর্মকথা
নাঈম হোসেন
ভূতের মুখে রামের গল্প অহর্নিশি অধুনাতন।
মূর্খরা ধর্মকথা বলে কোরআন, হাদীসের করে বিশ্লেষণ।
নন্দিত জাতিরা তাই নিন্দিত হচ্ছে কদাচন।
যে পারেনা কলেমার সঠিক উচ্চারণ।
তার মুখে সদা শুনি কোরআনের কথন।
যার নাই নীতিজ্ঞান।
যে বেশী নীতিজ্ঞানহীন।
কথায় কথায় সে দেয় নীতি বচন।
এসব অধুনা সমাজের রেওয়াজ এখন।
কূটকথা বলে ওরা আলেমদের তাজ করে অপনোদন।
ধর্মকথা, ধর্মোপদেশ দিতে হলে চাই ধর্মগ্রন্থের জ্ঞান।
আরও থাকা চাই নাহুমীর, ছরফের শাস্ত্রচর্চা ও শাস্ত্রজ্ঞান।
নতুবা ধর্মশাস্ত্রকার বিষয়ে যার আছে এক্সট্রা অডিশন।
যার নেই এসকল গুণ, গণ্ডমূর্খ বলি তারে, করি বর্জন।
সতত করি আলেমদের সম্মান।
যে ইলম করছে অর্জন
সে পূর্ণ অংশ করছে গ্রহণ ।
তালিবুল ইলমের জন্য ডানা বিছিয়ে দেয় ফেরেশতাগণ।
আলেমদের জন্য আসমান-যমীনের বসবাসকারীগণ,
আল্লাহর নিকট ক্ষমা ও দোয়া চান।
নবীদের ওয়ারিস হচ্ছেন আলেমগণ।
সমাপ্ত।।
রচনাকালঃ ৮ জুলাই ২০২২ রোজ শুক্রবার।
বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন