হোক প্রতিবাদ
নাঈম হোসেন
প্রতিটি অন্যায়ের হোক নিরোধ।
গ্রাম থেকে শহর ।
ছোট থেকে বড়।
সকল অন্যায়ের চাই প্রতিরোধ ।
কলমের খোঁচায় যারা করে পুকুর চুরি।
যারা মা-বোনদের ধর্ষণ করে, করছে সেনচুরি।
যারা ভুয়া সনদে মুক্তিযোদ্ধার দর্প করে ঘুরি।
এসো তাদের সবাই প্রতিবাদ করি।
যারা প্রকৃত মুক্তিযোদ্ধা দেশের জন্য গেছে লড়ি।
এসো সবে তাদের সম্মান ও শ্রদ্ধা করি।
যে স্বাধীনতার জন্য একাত্তরে হয়েছে রক্তবৃষ্টি।
সে স্বাধীনতা চাই!
প্রয়োজনে ফের করে লড়াই;
করব নতুন ইতিহাস সৃষ্টি।
অণু থেকে পরমাণু,
সবকিছু করে মেনু;
প্রতিটি অন্যায়ের হোক প্রতিবাদ!
প্রতিটি দুর্নীতির হোক নিন্দাবাদ!
দেশে আজ বাকস্বাধীনতা নাই!
অন্যায়ের প্রতিবাদ নাই!
লেখকদের কলম হোক অন্যায়ের বিরুদ্ধে।
সাংবাদিকদের শিরোনাম হোক ন্যায়-অন্যায়ের যুদ্ধে।
শিক্ষকদের উপদেশ হোক স্বদেশ প্রেম!
ন্যায় সমরে করব লড়াই, রক্ষার জন্য হেরেম।
অন্যায় দেখব যেথায়,
প্রতিবাদ করব সেথায়;
আর থাকব না কেউ নিশ্চুপ।
ধরণী হতে চিরতরে অন্যায় হোক লোপ।
সমাপ্ত।।
রচনাকালঃ ১৯মে ২০২২ইং
বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷