কবিতা করোনার শিক্ষা লেখক নাঈম হোসেন

করোনার শিক্ষা 

নাঈম হোসেন 

২০২০ সালের মার্চ থেকে 
দেশজুড়ে করোনা চলছে নিরন্তর।

মুখে মুখে বলছে লোকে
ওরে বাবা কী ভয়ংকর!
এবার বুঝি রক্ষা নাই মোর!

কতজন হচ্ছে আক্রান্ত, কত শত হচ্ছে লাশ।
অর্থকষ্টসহ কতজনের হচ্ছে নানা সর্বনাশ।

কত স্বজনেরা পালিয়েছে হাসপাতালে রেখে লাশ।
মৃত্যুর মিছিল দেখে সবাই হচ্ছে হতাশ।

পুলিশ আর সেনাবাহিনীরা করছে দাফন,
কতজনকে না পরিয়ে কাফনের কাফন।
ইহা দেখে বিশ্ব বলছে বাংলাদেশ, সাবাশ!

করোনা ভেবে কত বৃদ্ধাকে,
পরিবারের লোকেরা দিয়েছে বনবাস;
আল্লাহ ভীরুরা নিয়েছে তুলে রাস্তা থেকে,
দিয়েছে ওষুধ, অন্ন ও বস্ত্র আর আবাস।

লকডাউনে দেখছি,
শুধু মানুষ নয়, কত পশু পাখিও,
খাবারের খোঁজে করছে হাহাকার।
কতজনে ৩৩৩ এ কল করেও,
নিয়েছে সেবা, পেয়েছে খাবার।

লকডাউনে দেখছি,
প্রধানমন্ত্রী প্রণোদনা দিচ্ছে কত শত।
লুটেরা সব নিচ্ছে লুটে,নিজেদের ইচ্ছে মত।

হাসপাতাল কতৃপক্ষকে দেখছি,
দক্ষিণার জোরে করছে করোনার ভুয়া সনদের সয়লাব।
দিচ্ছে কত ভুয়া রিপোর্ট নেগেটিভ,পজিটিভ।
দুষ্কৃতকারীদের রুখতে প্রশাসনও একটিভ।
তবু রুখতে পারছেনা কেউ, দুষ্কার্যের হচ্ছে জয়লাব।

ভুয়া সনদে বিদেশ গিয়ে,কত বিপদে পড়ছে প্রবাসী।
ভেঙ্গে গেছে সকল স্বপ্ন, মলিন হয়েছে সুখের হাসি।
চাপা কান্নায় অশ্রু আঁখিতে বুক দিচ্ছে ভাসি।

লকডাউনে দেখছি,
ম‍্যাজিস্ট্রেট সরোয়ার আলম কত হাসপাতাল করেছে সিলগালা।
অপরাধীরা ভয়ে থরথর
বলছে পরস্পর,
নিস্তার নাই বুঝি আর 
এবার শুরু হবে মোর পালা।

জনতা সকলে বলছে;
সরোয়ার আলম,সাব্বাশ তুমি,
দোয়া করি আমরণ তোমার জন্য।
কত বাঁধা কত ভয়
সবকিছু করে জয়,
অপরাধীদের রুখতে প্রতিজ্ঞায় অবিচল তুমি,
সতত করছ কত শত পূণ্য।

আফসোস করে লোকজন বলে,
তোমার মত সকল অফিসার ন‍্যায়পরায়ণ হলে, 
দেশটা হতো অপরাধ শূন্য;
ধন‍্য তুমি,ধন‍্য তোমার পুরো পরিবার, ধন‍্য তোমার সততার জন্য।
তোমার মত সকল অফিসার হয় যেন গুণে অন‍‍ন‍্য।

স্বামীর করোনা হয়েছে 
একথা যখন শুনেছে,
কত স্ত্রী চলে গেছে বাপের বাড়ি।
ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে 
আসবেনা বলে,আত্মরক্ষায় ধরেছে আড়ি!

করোনা তুমি শিক্ষা দিলে,
এভুবনে আপন কেহ নয়।
আল্লাহই অভিভাবক, আল্লাহই সহায়।
তাই আল্লাহকে পেতে হলে, 
সদা তাঁর উপর ভরসা করতে হয়।

এসো হে  মানব,এসো হে ভাই !
আজ থেকে পরস্পর,ভেদাভেদ ভুলে যাই,
ভুলে যাই সকল হিংসা।
দেশ ও জাতির কল‍্যাণে,এসো মোরা হই একশা।
             সমাপ্ত।।

রচনাকালঃ ১ জানুয়ারি ২০২২
রায়পুর, লক্ষ্মীপুর।

বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা আত্মশুদ্ধির রমজান লেখক নাঈম হোসেন

  আত্মশুদ্ধির রমজান নাঈম হোসেন  রমজান ওগো আত্মশুদ্ধির রমজান! তোমার মধ্যে রয়েছে অফুরন্ত কল‍্যাণ। তারাবীহ, সেহেরি আরও ইফতার। হাজার বছরের র...

most popular post