ঐকতান
নাঈম হোসেন
☞এসো -এসো,হে বিশ্ব-মানব,
মোর সকল- ভাই !
শোন-শোন ,হে বিশ্ব- মানব,
মোর বন্ধুজন সবাই !
শোন হে, মোরা হই ,
পরস্পর ভাই -ভাই !
কীসের এত মতানৈক্য ?
কীসের এত অহংকার ?
এসো -মোরা হবো জাতীয় ঐক্য !
সৃষ্টিকর্তা একজনই- তো , সবার ?
আদি আদমই - তো ,
মোদের পিতা !
তাঁরই হতে সৃষ্ট সঙ্গিনী হাওয়াই -তো ,
মোদের আদি মাতা !
তবে কেন মোরা হবো না পরস্পর মিতা ?
তবু মোদের মাঝে কেন ,এত শত্রুতা ?
কেন করি মোরা পৃথিবীতে এত বর্বরতা ?
কেন করি মোরা এত লঙ্ঘন মানবতা ?
এসো,শোন,হে বিশ্ব মোর সখাজন-সবাই !
এসো মোরা পরস্পর হয়ে চলি ভাই-ভাই !
স্ব-স্ব -বিবেকের কাছে প্রশ্ন করি সবাই ।
এত আত্মশ্লাঘা কীসের?
সামান্যতে রেগে যাই,
গাত্রদাহ করি অহমিকা বিষের।
এই তুচ্ছ ভুবনে-ভাই ?
কেন করি এত বড়াই?
এসো, মোরা দর্প ও পূর্বজেদ সব ভুলে যাই !
শোন , মোরা মানুষ তো -সবাই ?
যার-যার ধর্ম ,তাঁরই থাক ।
ধর্ম-বর্ণ কোন্দল মোদের মাঝে নাই ।
কাশ্মীর , ফিলিস্তিন , আফগান ।
আরও সাজিয়েছে যতজন ,
ভয়াবহ যুদ্ধের রণাঙ্গন ।
আরও শুনতে পাই,
যতদূর যাই !
সমর জয় ডাক !
মানুষ খুন করে বিশ্বকে লাগায় তাক!
এরা সবাই -তো ,মোদের ভাই !
রক্তে - মাংসে গড়া মোরা মানুষ তো, সবাই !
মোরা মানব,সবাই সমান।
এসো , হে বিশ্ব-মানব মোর সকল-ভাই !
এসো,মোরা পূর্ব-শত্রুতা সব ভুলে যাই ।
এসো, মোরা আজ হতে হয়ে যাই ,
পরস্পর সহোদর -ভাই !
এসো , হে বিশ্বজন-সবাই !
মোরা ঐক্য হয়ে চলি-ভাই !
একতা হয়ে সবাই ,
চির-সাম্যের জয়গান গাই!
ঐক্যবদ্ধ করব কাজ,
হার-জিত নেই কোনো লাজ।
জাতীয় সুখের স্বার্থে সকল কাজ ,
এসো আমরা ঐক্য হয়ে করি -সবাই !
তাতে যেন,কোনো লোলুপতা না থাকে -ভাই!
এসো,আমরা এভাবেই,
একটা নব্য পৃথিবী সাজাই !
এসো ,আমরা জাতীয় শত্রুতা সব ভুলে যাই।
এসো ,যার-যার ধর্ম ,
সে করিবো পালন একসাথে !
শোন ; যার -যার কর্ম ,
তারই যখন -ভাই ?
হিন্দু , খ্রিস্টান,
বৌদ্ধ কি মুসলমান?
ভেদাভেদ কী আসে যায় তাতে ?
এসো আমরা চলি একসাথে।
এসো হে মোর বিশ্ব-সকল ভাই !
মোরা স্বদেশের ,শান্তি রক্ষায় ,
ঐক্য হই আজ হতে।
এসো , চির সাম্যের বিজয়ী কেতন উড়াই !
এসো , হে বিশ্ব- মানব সবাই !
এসো , মোরা পূর্ব শত্রুতা সব ভুলে যাই!
এসো ,মোরা ঐক্য হয়ে
জগৎ জুড়ে গড়বো স্বর্গীয় সুখ !
হাসিমুখে থাকবো সদা সবাই ,
কোথাও রইবেনা কোনো দুঃখ ॥
একের দুঃখে অন্যজন মোরা
হবো আগুয়ান।
সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ মোরা,
সবাই -তো সমান ?
সকলে মোরা
সৃষ্টি কর্তারই দান ।
এসো হে জগতবাসী
মোরা হই ঐকতান।
সমাপ্ত ॥
রচনাকালঃ ২২ ফেব্রুয়ারি ২০১৮ইং
বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন