কবিতা সুরক্ষা-টিকা লেখক নাঈম হোসেন

 সুরক্ষা-টিকা

নাঈম হোসেন

করোনা নিয়ে আর নয় ভয়,
দেশজুড়ে এসেছে সুরক্ষা-টিকা,

এবার করোনাকে করব জয়। 
তাই টিকা নিতে নিবন্ধনে দেরি নয়,
জলদি সবাই নাম লিখা। 

দেখ প্রধানমন্ত্রী নিয়ে সুরক্ষা-টিকা,
সুস্থ আছেন এখন।
দেখ, স্বাস্থ্যমন্ত্রী নিয়ে সুরক্ষা-টিকা,
সুস্থ আছেন এখন ?

দেশজুড়ে সুরক্ষা-টিকা নিচ্ছেন সকল প্রশাসন।
নিচ্ছে সুরক্ষা-টিকা ৪০ উর্ধ্ব আরও কতজন,
সবাই সুস্থ আছেন এখন।

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর নওল উপহার,
সবাই মোরা ফ্রি পাচ্ছি সুরক্ষা-টিকা করোনার।

দেরী না করে আজই সুরক্ষা-টিকা নিতে এসো চলে ;
নিজেকে রক্ষা করো দেশকে বাঁচাও
এসো সবে দলে দলে,

খুব শীঘ্রই করোনা যাবে চলে।
এসো নির্ভয়ে দাও সুরক্ষা-টিকা কোভিডনাইনটিন!
তবেই ফিরে পাবে আবার নতুন দিন,

নতুন করে শুনবেনা করোনায় মরণবীণ।
সুরক্ষা-টিকা নাও মাক্স পরো হাত ধোও বারবার,
তবেই করোনা মুক্ত দেশ ফিরে পাবে আবার।

            সমাপ্ত।।

রচনাকালঃ ১১ নভেম্বর ২০২১ইং
বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা আত্মশুদ্ধির রমজান লেখক নাঈম হোসেন

  আত্মশুদ্ধির রমজান নাঈম হোসেন  রমজান ওগো আত্মশুদ্ধির রমজান! তোমার মধ্যে রয়েছে অফুরন্ত কল‍্যাণ। তারাবীহ, সেহেরি আরও ইফতার। হাজার বছরের র...

most popular post