সুরক্ষা-টিকা
নাঈম হোসেন
করোনা নিয়ে আর নয় ভয়,
দেশজুড়ে এসেছে সুরক্ষা-টিকা,
এবার করোনাকে করব জয়।
তাই টিকা নিতে নিবন্ধনে দেরি নয়,
জলদি সবাই নাম লিখা।
দেখ প্রধানমন্ত্রী নিয়ে সুরক্ষা-টিকা,
সুস্থ আছেন এখন।
দেখ, স্বাস্থ্যমন্ত্রী নিয়ে সুরক্ষা-টিকা,
সুস্থ আছেন এখন ?
দেশজুড়ে সুরক্ষা-টিকা নিচ্ছেন সকল প্রশাসন।
নিচ্ছে সুরক্ষা-টিকা ৪০ উর্ধ্ব আরও কতজন,
সবাই সুস্থ আছেন এখন।
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর নওল উপহার,
সবাই মোরা ফ্রি পাচ্ছি সুরক্ষা-টিকা করোনার।
দেরী না করে আজই সুরক্ষা-টিকা নিতে এসো চলে ;
নিজেকে রক্ষা করো দেশকে বাঁচাও
এসো সবে দলে দলে,
খুব শীঘ্রই করোনা যাবে চলে।
এসো নির্ভয়ে দাও সুরক্ষা-টিকা কোভিডনাইনটিন!
তবেই ফিরে পাবে আবার নতুন দিন,
নতুন করে শুনবেনা করোনায় মরণবীণ।
সুরক্ষা-টিকা নাও মাক্স পরো হাত ধোও বারবার,
তবেই করোনা মুক্ত দেশ ফিরে পাবে আবার।
সমাপ্ত।।
রচনাকালঃ ১১ নভেম্বর ২০২১ইং
বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন