কোরবানির ঈদ
নাঈম হোসেন
চারদিকে কোলাহল
ফের আসছে কোরবানির ঈদ।
কেনাব্যাচায় ব্যস্ত সবাই
গাইছে নওল গীত।
গরুর বাজার গিয়ে দেখি
মানুষের কি উপচে পড়া ভীড়?
কেউ দেখছে দাম কেউ কিনছে গরু
ঈদ কোরবানির।
কেউ দেখায় টাকার গরম
সেরা গরু কিনে।
সোস্যাল মিডিয়া ভাইরাল করে
বাহবা দিবে জনে-জনে।
এই আশা তার মনে মনে।
টাকাগুলো হালাল কিনা
সেই দিকে নাই খেয়াল।
সুদ- ঘুষের টাকায় তাহার চারদিকে দেয়াল।
সেই টাকায় গরু কিনে
অহমপুরুবিকায় তৃপ্তিতে হাসে ।
লোকদেখানো কোরবানি তার
গরীব- মিসকিনের পাশে।
কতো লোক যে কোরবান করে
দেখায় বাহাদুরি!
তাদের সংখ্যা অঙ্ক কষলে
পাবে ভুরিভুরি।
নয়ছয় জীবন ছেড়ে দিয়ে
আগে নিজেকে দেই কোরবান।
লোক দেখানো কোরবানি নয়
আল্লাহর বিধান।
সৎপথে চলো
সতত অটুট রাখো ঈমান।
অসৎকাজের নিষেধ করো
সৎকাজের আদেশ।
মন থেকে মুছে ফেলো হিংসা বিদ্বেষ।
এটা রাসুলের নির্দেশ ।
হালাল টাকায় দিতে হবে
নেকির এ কোরবান।
রক্ত মাংস পৌঁছেনা কিছু আল্লাহর কাছে
পৌঁছে বান্দার ঈমান।
একথা কোরআনে আল্লাহ্ ফরমান।
পশু কোরবানি নয়
দিতে হবে নিজেকে কোরবান।
তবেই খুশি হবে আল্লাহ্ মহান।
সমাপ্ত।।
রচনাকালঃ জুলাই ২০২১ইং
বিশেষ দ্রষ্টব্য: কপিরাইট সংরক্ষিত৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন