কবিতা খুশির ঈদ কলমে নাঈম হোসেন

 খুশির ঈদ 

নাঈম হোসেন

নীল গগনে চেয়ে দেখ সবাই
ঐযে উঠেছে খুশির ইদের চাঁদ!
রেষারেষি ভুলে গিয়ে এসো মিলাই কাঁধে কাঁধ। 

আনন্দে মেতেছে সবাই 
এসেছে খুশির ঈদ।
লাব্বাইক ধ্বনিতে গাইছে মুসলিম 
কী এক মধুর সংগীত ?

ঈদ বয়ে আনুক সবার জীবনে 
অনন্ত সুখের ছোঁয়া । 
করোনার মড়ক থেকে গোটা পৃথিবী হোক মুক্তি
সদা করি সেই দোয়া। 

শুধু পশু কোরবানি নয় 
নিজেকেও হতে হবে কোরবান।
এসো করি সে পণ 
তবেই খুশি হবে আল্লাহ মহান। 

ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ো মোরে 
চাইনা আর কিছু সকলের তরে। 

এসো মোরা হিংসা ও শত্রুতা ভুলে যাই।
এসো মোরা আমির ফকির অভেদ হয়ে যাই।

এসেছে কোরবানি 
ঐযে হেসেছে খুশির ঈদের চাঁদ।
এসো চলি মসজিদে
নামাজ শেষে কাঁধে মিলাবো কাঁধ। 

দুহাত তুলে প্রভুর কাছে করব মোনাজাত।
গোটা মানবজাতিকে দাও আবেহায়াত।

দূর করে দাও মনের কালিমা
সৎপথে চলার করেছি চুক্তি।
করোনা মহামারি থেকে 
বিশবাসীকে দাও প্রভু চির মুক্তি। 

কি নব আনন্দে পল্লিবাসী উঠেছে মাতিয়া
পেয়ে খুশির ঈদ।
লাব্বাইক ধ্বনিতে মুগ্ধ বিশ্ববাসী 
কি এক মনোহর সংগীত।

            সমাপ্ত।।
রচনকালঃ ২১ জুলাই ২০২১

বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা আত্মশুদ্ধির রমজান লেখক নাঈম হোসেন

  আত্মশুদ্ধির রমজান নাঈম হোসেন  রমজান ওগো আত্মশুদ্ধির রমজান! তোমার মধ্যে রয়েছে অফুরন্ত কল‍্যাণ। তারাবীহ, সেহেরি আরও ইফতার। হাজার বছরের র...

most popular post