রমজান
নাঈম হোসেন
রমজান তুমি এসেছো অফুরন্ত রহমত নিয়ে
মোরা মুসলিম ভাগ্যবতী তোমাকে পেয়ে
যা কিছু প্রয়োজন নিবো জাচিয়ে
তুমি আরও এসেছো মাগফিরাত -নাজাত নিয়ে
মোরা গুনাগার মোরা পাপী
নিজেকে দিলাম আল্লাহর কাছে সঁপী।
মার্জনা করে দাও মোদের গুনাহ আর থেকোনা খেপি ।
ওগো রমজান মোরা তোমায় পেয়ে হেপি।
তারাবীহ, সেহেরি ও ইফতার রয়েছে অগনিত নেয়ামত।
রোজাদারের কত ভালো নিয়তি হবে রোজ কেয়ামত।
আল্লাহ নিজ হাতে তাদের দিবে প্রতিদান পান করবে তহুরা শরবত।
তাদের জন্য আরও রয়েছে স্পেশাল জান্নাত।
রমজান তুমি কোরআন অবতীর্ণের মাস
রমজান তুমি ভাগ্য পরিবর্তনের মাস।
রমজান তুমি সবর করার মাস
ধীরে ধীরে শেষ হচ্ছে রমজানের রোজা
কতটুকু শেষ হচ্ছে মোদের গুনাহের বোঝা
রহমত মাগফিরাত শেষ হয়ে গেলো
এবার শুধু নাযাত সামনে এলো
নাযাত ফুরিয়ে ইদের চাঁদ দেখা গেল
রমজান মুমিনদের কাঁদিয়ে বিদায় নিল।
ফের এসো মোদের মাঝে থাকব অপেক্ষায়
আরেকটি বছর যদি আল্লাহ বাঁচায়
সমাপ্ত।।
রচনাকালঃ ২৫ মার্চ ২০২১ ইং
বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন