❤ আমার ভালোবাসা
নাঈম হোসেন
প্রিয়া লাজুক চোখে তাকিয়ে কী ভাবছ?
আমার ভালোবাসা পরিমাপ করছ?
আমার ভালোবাসা নিঃস্বাৰ্থ,কষিত।
সেরা গুলাবটি তোমায় করছি অর্পিত।
ঐ নীল গগন যেদিন বিলীন হবে;
কথা দিচ্ছি সেদিনও আমার প্রেম রবে।
প্রিয়া তোমাকে পাগলের মতো ভালবাসি।
কী অপরূপ তুমি? সুইট তোমার হাসি!
ঐ আসমান-জমিন,যেদিন একাকার হবে;
কথা দিচ্ছি সেদিনও তুমি আমার রবে।
আমার ডানা নেই তাই উড়তে পারিনা;
ইচ্ছে করে, তোমাকে ঐ চাঁদটা এনে দেই; কিন্তু ছুঁতে পারিনা।
ইচ্ছে করে, দামি রত্ন দিয়ে একটা তাজমহল বানিয়ে দেই।
প্রিয়া এতো অর্থ আমার নেই, তাই পারিনা।
ইচ্ছে করে,পরির শাড়ি এনে তোমাকে পরিয়ে দেই।
সেই ক্ষমতাও আমার নেই, তাই পারছিনা।
রূপকথার পরিদের থেকেও তুমি বিশ্বসুন্দরী।
আমি তোমার রূপে নয়, গুণে মোহিত।
স্বর্গেও তোমাকে পেতে চাই, চাইনা হুরি।
তোমার হরিণনয়না চাহনিতে আমি বশী-ভূত।
আমার চাল নেই, চুলো নেই;
কিন্তু সুন্দর একটা মন আছে।
সে মনে তুমি ছাড়া আর কেউ নেই;
তোমার জন্য শুধু ভালোবাসা আছে।
আমার ভালোবাসা কিছুর সঙ্গে তুলনা করনা।
প্রিয়া আমি শুধু তোমার,তুমি আমার আয়না।
ঐ চাঁদ-সূর্য একদিন বিলীন হয়ে যাবে।
আমার ভালোবাসা অমর হয়ে রবে।
আকাশে যতগুলো তারকা দেখ;
আমার প্রেম তার থেকেও বেশি।
জলে স্থলে যতগুলো বালুকণা দেখ;
আমার ভালোবাসা তার থেকেও বেশি ।
সুন্দরীদের মধ্যে তুমিই সেরা।
হুর-পরী নয়, তোমাকে ভালবাসি অসীম।
চাইনা কোনকিছু তোমাকে ছাড়া।
আমার ভালোবাসা,তোমাতেই সসীম।
তুমি ছাড়া পৃথিবীর সকল নারী;
আমার মা-খালা, নয়তো হবে বোন ।
প্রিয়া তোমার থেকে চাইনা,কোন সুন্দরী;
তুমি আমার ভালোবাসা, হৃৎস্পন্দন।
তুমি শ্রেষ্ঠদের মধ্যে শ্রেষ্ঠ,তুমি মহীয়সী;
তুমি আমার স্বপ্ন,সাধনা তুমি প্রেয়সী;
রূপসিদের মধ্যে তুমি রূপীয়সী;
আমি শুধু তোমাকে ভালোবাসি।
প্রিয়া এসো,পাঁচ ওয়াক্ত নামাজ পরে প্রার্থনা করি;
স্বর্গেও যেন দুজন সঙ্গী হয়ে থাকতে পারি।
প্রিয়া এসো, প্রভুর দরবারে করি মোনাজাত।
এমন কাজ করি যেন,দুজনে পাই একই জান্নাত।
সমাপ্ত।
রচনাকাল: ২ জানুয়ারি ২০২২ ইং
বিশেষ দ্রষ্টব্য: কপিরাইট সংরক্ষিত৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন