হেপি রোমান্স ডে লেখক নাঈম হোসেন

 হেপি রোমান্স ডে 

নাঈম হোসেন 

সামনে আসছে হেপি রোমান্স-ডে!
কি জানি হবে কত বেহায়াপানা?
প্রেমের নেশায় মেতে প্রেমিক যুগল যাবে রোমান্স-ডে!
কার উপদেশ শুনে তারা, কে করবে  তাদের মানা? 

পার্কে যাবে,হোটেলে যাবে,প্রেমিকার পিছু পিছু 
চুমাচুমি, ঢলাঢলি,নির্লজ্জ কাজ করবে কত কিছু।
ফেব্রুয়ারি মাসে নাকি কত রোমান্স-ডে আছে?
সেসব দিনের কথা আমি বলছি সবার কাছে। 

৭ ফেব্রুয়ারি হেপি রোজ-ডে
আজকে শুধু ফুল বিনিময়ের দিন।
প্রেমিক যুগল পরস্পর লাল গোলাপ দেন
বন্ধুরা পরস্পর হলুদ গোলাপ দেন।

৮ ফেব্রুয়ারি হেপি প্রপোজ-ডে
আজকের এই বিশেষ দিন,
প্রেমিক যুগল পরস্পরকে ভালোবাসার প্রস্তাব দিন 
ভেবে চিন্তে ভালোবাসায় সায় দিন।

৯ ফেব্রুয়ারি হেপি চকলেট-ডে
ভালোবাসার এই বিশেষ দিন।
প্রেমিক যুগল পরস্পরকে চকলেট দিন
দোকানদারের ব‍্যবসায় আজ খুশির দিন 
আপু ভাইয়ারা শুধু চকলেট কিনে নিন।

১০ ফেব্রুয়ারি হেপি টেডি-ডে
আজকের এই শুভ দিন।
প্রেমিক যুগল পরস্পর টেডি উপহার দিন 
নিজেদের ভালোবাসা আজ প্রকাশের দিন।

১১ ফেব্রুয়ারি হেপি প্রমিস-ডে
প্রেমিক যুগল আজ ভালোবাসার কথা দিন।
নিজেদের ভালোবাসা করবে প্রকাশ ওপেনে
বলবে সুখে দুঃখে থাকব সারাজীবন দুজনে।

১২ ফেব্রুয়ারি হেপি হাগ-ডে
আজকের এই বিশেষ দিন।
প্রেমিক যুগল পরস্পরকে করবে আলিঙ্গন
ভালোবাসার অচেনা এক অনূভুতিতে  হবে শিহরণ।

১৩ ফেব্রুয়ারি হেপি কিস-ডে
আজকের এই শুভক্ষণে।
করবে চুম্বন দুজন দুজনে 
হারিয়ে যাবে কোন অচিন ভুবনে।

১৪ ফেব্রুয়ারি হেপি ভ‍্যালেন্টাইনস-ডে
প্রেমিক যুগল আজকের এই দিন।
ছবি দেখতে এবং ঘুরতে যান
বেহায়ার চরম মুহুর্তে কেউ কেউ সম্মান হারান।

১৫ ফেব্রুয়ারি হেপি স্ল‍্যাপ -ডে
আজকের এই দিন।
ভালোবাসায় কারো কারো বাজে বিষের বীণ
রেগে গিয়ে কেউ আবার চড় থাপ্পর দেন।

১৬ ফেব্রুয়ারি হেপি কিক-ডে
ভালোবাসায় কখনও হয় মান অভিমান।
তাই বলে কি সত্যিকার ভালোবাসা হবে ম্লান
কিক-ডে তে লাথি নয় প্রিয়তমাকে বেশি ভালোবাসা দেন।

১৭ ফেব্রুয়ারি হেপি পারফিউম-ডে
পৃথিবীর সেরা পারফিউ মেখে গায়
প্রেমিকের কাছে প্রেমী যায় 
দুজনে বসে ভালোবাসার আড্ডায় 

১৮ ফেব্রুয়ারি হেপি ফ্লার্টিং-ডে
সম্পর্কটা যেন এমন একটি মিষ্টি সূচনা করে 
যা হৃদয়কে আরও ক্ষত করে 
পৃথিবীর সর্বসুখ তখন হয় যখন প্রেমিক আলিঙ্গন করে।

১৯ ফেব্রুয়ারি হেপি কনফেসন-ডে
২০ ফেব্রুয়ারি হেপি মিসিং-ডে
২১ ফেব্রুয়ারি হেপি ব্রেক-ডে
আরও কত রয়েছে নাকি হেপি রোমান্স-ডে?

অবৈধ প্রেম করা সকল ধর্মে মানা
তরুণ তরুণীর একথাটি সবার আছে জানা 
বয়সের দোষে তবু অবৈধ প্রেম করে 
লেখা পড়া সব হারিয়ে জীবন নষ্ট করে 

কত মেয়ে প্রেমে জড়িয়ে 
হেপি রোমান্স ডে পার্কে গিয়ে
নিজ দেহকে স্ব- ইচ্ছায় করে অর্পণ
ধর্মকর্ম ভুলে গিয়ে নরকের হয় ইন্ধন

অবৈধ প্রেমে জড়িয়ে 
হেপি রোমান্স-ডে গিয়ে
করোনা কেহ প্রেমের মাখামাখি 
সমাজের নিন্দায় পরে লুকিয়ে চলবে আঁখি 

পার্কে গিয়ে করে চুমাচুমি,করে জঘণ্য পাপ কাজ
এত নীচ হয় যে,তার কি আছে লাজ?
ভালোবাসার প্রতারণায় ভরা এ সমাজ 
নারী হয়ে বুঝনা কেন তোমার কি তাজ?

একুল যাবে ওকুল যাবে 
হারাবে তুমি সব
অবৈধ প্রেম মহা পাপ
করবেনা ক্ষমা রব

স্বামী-স্ত্রীর ভালোবাসায় নেই কোন দিনক্ষণ 
সত্যিকারের ভালোবাসা থাকে সারাক্ষণ 
স্বামী-স্ত্রীর ভালোবাসায় সন্তুষ্ট হয় রব
স্বামী-স্ত্রীর ভালোবাসায় মিলে বহু সওয়াব

স্বামী-স্ত্রী পরস্পর ভালোবাসো স্পেশাল সকল দিনে
রাগ অভিমান খুনসুটি রোজ হয় সংসারজীবনে 
সবকিছু ভুলে যাও রাখতে নেই মনে
প্রাণ উজাড় করে ভালোবাসো দুজন-দুজনে 

                       সমাপ্ত।।

রচনাকালঃ ১৯/০২/২০২২ইং
বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা আত্মশুদ্ধির রমজান লেখক নাঈম হোসেন

  আত্মশুদ্ধির রমজান নাঈম হোসেন  রমজান ওগো আত্মশুদ্ধির রমজান! তোমার মধ্যে রয়েছে অফুরন্ত কল‍্যাণ। তারাবীহ, সেহেরি আরও ইফতার। হাজার বছরের র...

most popular post