কবিতা পোস্ট নং - সাত
ফাঁসি চাই
নাঈম হোসেন
যার আগমনে বিশ্ব হলো নন্দিত।
যার আঙ্গুলের ইশারায় চাঁদ হলো দিখণ্ডিত।
যার আগমনে জাহেলিয়াত হলো বিদুরিত।
যার কথা শুনে বেধর্মীরা হলো মুমিনে পরিণত।
সে আল্লাহর প্রিয় নয়নের মণি।
সে দয়ার সাগর, পরশমণি।
চাঁদের চেয়েও উজ্জ্বল তাঁর মুখখানা।
সতত ন্যায়ের সে দিয়েছে আদেশ, অন্যায় করছে মানা।
যার ছোঁয়ায় দশজন সাহাবী পেয়েছে জান্নাতের সুসংবাদ।
সে আখেরি নবী! সে সবার প্রিয়! আমাদের মুহাম্মদ।
শত অপরাধ সে করছে মারজানা।
চরম শত্রুকে সে করছে মাফ, করছে হেদায়েতের প্রার্থনা।
তাঁর উত্তম আদর্শের কাছে হেরে গেছে
শির নিতে আসা উগ্রবাদী ওমর।
সে হেরে গিয়েও জিতেছে,
অকল্পনীয় প্রতিটি সমর।
সে হাসিমুখে করছে বিশ্বকে জয়।
সে বিশ্ব নন্দিত কোরআনের পরিচয়।
জীবনটা তাঁর কেটেছে আল্লাহকে ভালোবেসে।
শত্রু মিত্র হয়েছে তাঁর আদর্শের কাছে এসে।
আমরা তাঁর উম্মত করব তাঁর অনুসরণ।
সহজ সরল পথে চলার করব পণ।
মানুষের সেবায় কাটাবো জীবন।
রাসূল আমার পরশমণি, রাসূল আমার নয়ন মণি, করব তাঁর অনুকরণ।
যদি করে কেউ আমার রাসূলের অপমান।
এক কোপে তার ফেলে দিবো গর্দান।
ভারত তোমাদের করি হুশিয়ার হও সাবধান।
কে দিয়েছে এতো আস্ফালন?
ক্ষমা চাও করজোড়ে!
নয়তো নিস্তার পাবে না রাসূলের অপমান করে।
বিশ্বমুসলিম মোরা হয়ে ঐক্যজোট
ভারত তোমাদের করছি বয়কট।
আমরা যুদ্ধ চাইনা, শান্তি চাই।
হিন্দু কী মুসলিম কোন বিরোধ নাই।
আমার রাসূলের সম্মান ফিরে চাই।
বিজেপির মুখপাত্র নুপুর শর্মার ফাঁসি চাই।
মিডিয়া সেলের প্রধান নবীন কুমার জিন্দালের ফাঁসি চাই।
নয়তো আমরা মুসলিম ফুঁসে উঠেছি।
অনেক ক্ষমা করেছি, অনেক সয়েছি।
আর নয় এবার প্রতিজ্ঞা করছি।
এ অপমানের বদলা আমরা চাই ।
আমরা দোষীদের ফাঁসি চাই।
আমরা নিন্দা ও প্রতিবাদ জানাই !
আমরা ফাঁসি চাই! ফাঁসি চাই।
সমাপ্ত।।
রচনাকালঃ ৭ জুন ২০২২ইং
বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷
ফাঁসি চাই
উত্তরমুছুন