কবিতা পোস্ট নং -দশ
সত্যকথন
নাঈম হোসেন
সত্য বচন বলার পরে,
বহু লোকের গায়ে অনল ধরে।
ঐহিক মোহে যারা ঢের অর্থের লালসা করে।
মিথ্যাকে সত্য বানায়, সত্য গোপন করে।
মনে কুটিল নিয়ে অসাধু, সাধু বেশ ধরে।
মিষ্টি কথার জালে ফেলে সবাইকে বশ করে।
সুযোগ বুঝে স্বার্থ খোঁজে চোখে গগজ পরে।
দুর্দান্ত ধূর্তামি সে পরের তরে, সদা কূটবুদ্ধি করে।
সত্যবাদীর বন্ধু হয়না কেহ জগৎসংসারে।
সত্যকথনে শুধু শত্রুতা বাড়ে।
যারা সত্যের মূলে কুঠারাঘাত করতে মিথ্যার উদ্ভব করে।
আল্লাহ তাদেরকে সীমালংঘনকারী, শ্রেষ্ঠ যালেম ঘোষণা করে।
এসো সবে সত্যকথন বলি।
এসো সবে সত্যের পথে চলি।
সত্য বচনে আসুক যত বাঁধা।
সত্যবাদীর সঙ্গী আল্লাহ আছেন সদা।
সমাপ্ত।।
রচনাকালঃ ১৫ জুলাই ২০২২ ইং রোজ শুক্রবার।
বিশেষ দ্রষ্টব্য: কপিরাইট সংরক্ষিত৷
অসাধারণ লেখনী
উত্তরমুছুনচমৎকার
উত্তরমুছুন