কবিতা পোস্ট নং- দুই
তোমকে মনে পড়ে
নাঈম হোসেন
আগষ্ট আসলে বঙ্গবন্ধু তোমাকে মনে পড়ে।
তোমায় স্মরণ করি ভক্তিভরে।
কত যন্ত্রণা ওরা দিয়েছে তোমারে,
কত কষ্ট করেছ তুমি দেশ স্বাধীন করে।
ধিক্-ধিক্ ঐ হায়েনাদের।
তোমার খুন পিয়াতে হৃদয় কাঁপেনি যাদের।
দেশ সেবার তুমি করেছিলে পণ।
ওরা সেই স্বপ্ন তোমার হতে দেয়নি পূরণ।
শেখ হাসিনা সুযোগ্য কন্যা তোমার।
স্বপ্ন পূরণে দিনরাত করছে কাজ বেশুমার।
আজ স্বাধীন বাংলার যেদিকে তাকাই,
তোমার স্বপ্নের সোনার বাংলা দেখতে পাই।
ঠিক যেন তোমার কল্পিত এক স্বপ্নের বাংলাদেশ।
কি অপরূপ যার গুণের নেই কোন শেষ।
আজ শুধু আগষ্ট-ই নয়, তারিফ করার শেষ ,
বাংলার প্রতিটি পরতে পরতে তোমাকে মনে পড়ে বেশ৷
তুমি আছ মিশে।
শাপলা ফুল আর দোয়েলের শিসে।
স্বাধীন বাংলা বলতে মৃত্যুঞ্জয়ী এক মুজিবের নাম।
আবাল-বৃদ্ধ-বনিতা সবাই যাকে করছে প্রণাম।
তুমি ছিলে, আছো, থাকবে চিরদিন।
তোমার কাছে এই বাংলার মানুষ চিরঋণ।
যা করেছ তুমি,তোমার অবদান কভু হবেনা বিলীন।
এই বাংলার মানুষ তোমায় স্মরণ করবে চিরদিন।
সমাপ্ত।।
রচনাকালঃ ০১ আগষ্ট ২০২১ইং
বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷
চমৎকার চয়ন
উত্তরমুছুনঅসাধারণ সৃষ্টি
উত্তরমুছুন