কবিতা পোস্ট নং -ছয়
বিশ্ববন্ধু
নাঈম হোসেন
বিশ্বনবী, বিশ্ববন্ধু ছিলেন যে সবার।
রূপে গুণে অনুপম নেই তুলনা যার।
নিজে না খেয়ে, দিয়েছে অন্যকে আহার।
কারও প্রতি করেনি কখনো অবিচার।
শিশু বয়সেই আলআমীন উপাধি পেল সততার।
ধর্মকর্মে গড়িমসি কভু ছিলনা তাঁর।
ছোট-বড়ো সবাইকে সে বেসেছে ভালো।
তাঁর স্পর্শমণিতে আঁধারও হয়েছে আলো।
আল্লাহর প্রিয় সে মানুষকে ভালোবেসে।
শত্রুও মিত্র হয়েছে তাঁর ভালোবাসায় শেষে।
পর উপকারে জীবনটা তার করেছে বিলীন।
কী করে মানুষ করবে শোধ এই ঋণ?
পুরো কোরআনটাই ছিল চরিত্র তাঁর।
তাইতো সে বিশ্ববন্ধু শ্রেষ্ঠ সবার।
যদি নিজেকে কেউ ভালো মানুষ গড়তে চাও।
রাসূলের আদর্শে নিজেকে গড়ে নাও।
সমাপ্ত।।
রচনাকালঃ ৪ জুন ২০২২ইং
বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷
চমৎকার চয়ন
উত্তরমুছুন